১ বংশাবলি 16:20-36 পবিত্র বাইবেল (SBCL)

20. তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

21. তখন তিনি কাউকে তাদের অত্যাচারকরতে দিতেন না।তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন,

22. বলতেন, “আমার অভিষিক্ত লোকদেরছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

23. পৃথিবীর সব লোক,তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর;তাঁর দেওয়া উদ্ধারের কথাদিনের পর দিন ঘোষণা কর।

24. বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমাঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সবআশ্চর্য কাজের কথা ঘোষণা কর।

25. সদাপ্রভুই মহান এবং সবার উপরেপ্রশংসার যোগ্য;সব দেব-দেবতার চেয়ে তিনি বেশীভয় জাগান।

26. বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র,কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।

27. তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।

28. হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।

29. তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর;উৎসর্গের জিনিস নিয়ে তাঁর সামনে এস।সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁকে শ্রদ্ধা জানাও।

30. পৃথিবীর সমস্ত লোক,তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।পৃথিবী অটলভাবে স্থাপিত হল,তা কখনও নড়বে না।

31. আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক,“সদাপ্রভুই রাজত্ব করেন।”

32. সাগর ও তার মধ্যেকার সব কিছুগর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছুআনন্দিত হোক।

33. তাহলে বনের গাছপালাওসদাপ্রভুর সামনে আনন্দে গান করবে,কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

34. তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর,কারণ তিনি মংগলময়;তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।

35. তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,আমাদের উদ্ধার কর;অন্যান্য জাতিদের মধ্য থেকেতুমি আমাদের এক জায়গায় নিয়ে এসেআমাদের রক্ষা কর,যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশেধন্যবাদ দিতে পারিআর তোমার গুণগান করতে পারছি বলেগর্ববোধ করতে পারি।

36. সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্তইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।”এর পর সব লোকেরা বলল, “আমেন, সদাপ্রভুর গৌরব হোক।”

১ বংশাবলি 16