1. ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করা হল।
2. সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন।
3. তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক তাল কিশমিশ দিলেন।
4. সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা-কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।
5. এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল;
6. পুরোহিত বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা-সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন।
7. সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:
8. সদাপ্রভুকে ধন্যবাদ দাও,তাঁর গুণের কথা ঘোষণা কর;তাঁর কাজের কথাঅন্যান্য জাতিদের জানাও।
9. তাঁর উদ্দেশে গান গাও,তাঁর প্রশংসা-গান কর;তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।
10. তাঁর পবিত্রতার গৌরব কর;যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহীতাদের অন্তর আনন্দিত হোক।
11. সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর;সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতেআগ্রহী হও।
12-13. হে তাঁর দাস ইস্রায়েলের বংশধরেরা,তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা,তোমরা তাঁর মহান কাজগুলোর কথামনে রেখো;তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথাআর বিচারে যে শাস্তির কথাতিনি বলেছেন তা মনে রেখো।
14. তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
15. যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেনহাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথাচিরকাল মনে রেখো।
16. সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্যস্থাপন করেছিলেনআর ইস্হাকের কাছে শপথ করেছিলেন।
17. তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছেনিয়ম হিসাবেআর ইস্রায়েলের কাছেচিরস্থায়ী ব্যবস্থা হিসাবেঘোষণা করেছিলেন।
18. তিনি বলেছিলেন,“আমি তোমাকে কনান দেশটা দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”