১ বংশাবলি 12:24-27 পবিত্র বাইবেল (SBCL)

24. যুদ্ধের সাজে সজ্জিত ঢাল ও বর্শাধারী যিহূদা-গোষ্ঠীর ছয় হাজার আটশো জন।

25. শিমিয়োন-গোষ্ঠীর সাত হাজার একশো শক্তিশালী যোদ্ধা।

26. লেবি-গোষ্ঠীর চার হাজার ছ’শো জন।

27. তাঁদের মধ্যে ছিলেন হারোণের বংশের নেতা যিহোয়াদা, যাঁর সংগে ছিল তিন হাজার সাতশো জন লোক।

১ বংশাবলি 12