১ বংশাবলি 1:28-31-51-54 পবিত্র বাইবেল (SBCL)

3. যেরদের ছেলে হনোক, হনোকের ছেলে মথূশেলহ, মথূশেলহের ছেলে লেমক ও লেমকের ছেলে নোহ।

4. নোহের ছেলেরা হল শেম, হাম ও যেফৎ।

5. যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

28-31. অব্রাহামের ছেলেরা হল ইস্‌হাক ও ইশ্মায়েল। তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদ্‌বেল, মিব্‌সম, মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

32. অব্রাহামের উপস্ত্রী কটূরার ছেলেরা হল সিম্রণ, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের ছেলেরা হল শিবা ও দদান।

33. মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্‌দায়া। এরা সবাই ছিল কটূরার ছেলে ও নাতি।

34. অব্রাহামের ছেলে ইস্‌হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।

35. এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ।

36. ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে অমালেক।

37. রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।

38. সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।

39. লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন।

40. শোবলের ছেলেরা হল অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা।

41. অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশ্‌বন, যিত্রণ ও করাণ।

42. এৎসরের ছেলেরা হল বিল্‌হন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরাণ।

43. ইস্রায়েলীয়দের মধ্যে রাজশাসন আরম্ভ হবার আগে ইদোম দেশে যে সব রাজারা রাজত্ব করেছিলেন তাঁদের নাম এই: বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা।

44. বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজা হয়েছিলেন।

45. যোববের মৃত্যুর পরে তাঁর জায়গায় তৈমনীয়দের দেশের হূশম রাজা হয়েছিলেন।

46. হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্‌ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।

47. হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের স্ন রাজা হয়েছিলেন।

48. স্নের মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল রাজা হয়েছিলেন।

49. শৌলের মৃত্যুর পরে তাঁর জায়গায় অক্‌বোরের ছেলে বাল্‌-হানন রাজা হয়েছিলেন।

50. বাল্‌-হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্‌ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্‌নী।

51-54. পরে হদদের মৃত্যু হয়েছিল।ইদোমের সর্দারেরা ছিলেন তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন, কনস, তৈমন, মিব্‌সর, মঝীয়েল ও ঈরম।

১ বংশাবলি 1