1. আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত্ নই? আমাদের প্রভু যীশুকে কি আমি দেখি নি? প্রভুর জন্য আমি যে কাজ করেছি তোমরা কি তারই ফল নও?
2. অন্যেরা যদি আমাকে প্রেরিত্ বলে স্বীকার না-ও করে তবু তোমরা অন্ততঃ তা স্বীকার করবে। তোমরা যে প্রভুর লোক হয়েছ সেটাই আমার প্রেরিত্-পদের প্রমাণ।
3. যারা আমার প্রেরিত্ হওয়া সম্বন্ধে প্রশ্ন তোলে তাদের কাছে আমার উত্তর এই-
4. আমাদের খাওয়া-দাওয়া করবার অধিকার কি নেই?