হোশেয় 9:3-7 পবিত্র বাইবেল (SBCL)

3. তারা সদাপ্রভুর দেশে থাকবে না; ইফ্রয়িম মিসরে ফিরে যাবে এবং আসিরিয়ার অশুচি খাবার খাবে।

4. তারা সদাপ্রভুর উদ্দেশে আংগুর-রস দিয়ে ঢালন-উৎসর্গ করবে না এবং তাদের পশু-উৎসর্গগুলোও তাঁকে সন্তুষ্ট করবে না। ঐ রকম উৎসর্গ তাদের কাছে শোক প্রকাশকারীদের খাবারের মতই হবে; যারা তা খাবে তারা সবাই অশুচি হবে। সেই খাবার তাদের নিজেদের খিদে মিটাবার জন্যই হবে, তা সদাপ্রভুর ঘরে আসবে না।

5. তাদের পর্বের দিনে ও সদাপ্রভুর উৎসব-দিনে তারা কি করবে?

6. যখন তারা ধ্বংসের হাত থেকে পালিয়ে যাবে তখন মিসর তাদের জড়ো করবে এবং মোফ শহরে তাদের কবর দেবে। তাদের জমা করা রূপা আর তাদের বাসস্থান আগাছা ও কাঁটাগাছে ঢেকে ফেলবে।

7. ইস্রায়েল যেন জেনে রাখে যে, শাস্তির দিন এসে গেছে, হিসাব-নিকাশের দিন উপস্থিত হয়েছে। তাদের পাপ সংখ্যায় অনেক এবং তারা ঈশ্বরকে এত ঘৃণা করে যে, তারা নবীকে বোকা আর ঈশ্বরের আত্মায় পাওয়া লোককে পাগল ভাবে।

হোশেয় 9