15. যদিও বা ইফ্রয়িম তার ভাইদের মধ্যে সফলতা লাভ করে তবুও সদাপ্রভুর কাছ থেকে একটা পূবালী বাতাস মরু-এলাকা থেকে বয়ে আসবে; তার ফোয়ারাতে জল থাকবে না ও তার কূয়া শুকিয়ে যাবে। তার ভাণ্ডারের সব দামী জিনিস লুট করা হবে।
16. শমরিয়ার লোকেরা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দায়ী হবে। তারা যুদ্ধে মারা পড়বে; তাদের ছোট ছেলেমেয়েদের মাটিতে আছাড় মেরে চুরমার করা হবে এবং তাদের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে ফেলা হবে।”