1. ইস্রায়েল ছিল একটা ছড়িয়ে যাওয়া লতা; তাতে প্রচুর ফল ধরেছিল। তার ফল যত বেড়েছে তত বেশী সংখ্যায় সে বেদী তৈরী করেছে; তার দেশের যত উন্নতি হয়েছে ততই সে তার পূজার পাথরগুলো সুন্দরভাবে সাজিয়েছে।
2. তার লোকদের অন্তর অবিশ্বস্ত; সেইজন্য এখন তাদের দোষের বোঝা বইতে হবে। সদাপ্রভু তাদের বেদীগুলো ভেংগে ফেলবেন এবং তাদের পূজার পাথরগুলো নষ্ট করে দেবেন।
3. তারা তখন নিশ্চয় বলবে, “আমরা সদাপ্রভুকে ভয় করি নি বলে আমাদের কোন রাজা নেই। কিন্তু রাজা থাকলেও তিনি আমাদের জন্য কি করতে পারতেন?”
4. লোকেরা অনেক বাজে কথা বলে এবং চুক্তি করবার সময় মিথ্যা শপথ করে। কাজেই চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মত মামলা-মোকদ্দমা গজিয়ে ওঠে।
5. শমরিয়ায় বাসকারী লোকেরা বৈৎ-আবনের বাছুর-প্রতিমার জন্য ভয় পেয়েছে। তার লোকেরা শোক করছে ও তার প্রতিমাপূজাকারী পুরোহিতেরা বিলাপ করছে, কারণ সেই প্রতিমার জাঁকজমক তাদের কাছ থেকে দূর করা হয়েছে।
6. সেটা আসিরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং মহারাজার কর্ হিসাবে দেওয়া হয়েছে। সেইজন্য ইফ্রয়িম অসম্মানিত হবে, ইস্রায়েল তার নিজের পরিকল্পনার জন্য লজ্জা পাবে।
7. জল যেমন ছোট ডালকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি শমরিয়া ও তার রাজাকে নিয়ে যাওয়া হবে।