হোশেয় 1:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্বের সময়ে এবং ইস্রায়েলের রাজা যোয়াশের ছেলে যারবিয়ামের সময়ে বেরির ছেলে হোশেয়ের কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল।

2. হোশেয়ের মধ্য দিয়ে প্রথমবার কথা বলবার সময়ে সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি গিয়ে একজন ব্যভিচারিণী স্ত্রীলোককে বিয়ে কর। তার ব্যভিচারের সন্তানদেরও গ্রহণ করবে, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে সরে গিয়ে সবচেয়ে জঘন্য ব্যভিচারের দোষে দোষী হয়েছে।”

3. কাজেই হোশেয় দিব্‌লায়িমের মেয়ে গোমরকে বিয়ে করলেন আর গোমর গর্ভবতী হয়ে হোশেয়ের জন্য একটি ছেলের জন্ম দিল।

4. তখন সদাপ্রভু হোশেয়কে বললেন, “তুমি ওর নাম রাখ যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েল শহরে অনেক লোককে যেহূ মেরে ফেলেছে বলে আমি তার বংশকে শীঘ্রই শাস্তি দেব এবং ইস্রায়েল রাজ্যকে শেষ করে দেব।

5. সেই দিন আমি যিষ্রিয়েলের উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভেংগে ফেলব।”

হোশেয় 1