হিতোপদেশ 8:24-28 পবিত্র বাইবেল (SBCL)

24. যখন কোন সাগর ছিল না,ছিল না কোন ফোয়ারা যেখান থেকে প্রচুর জল বের হয়ে আসে,তখন আমি জন্মেছিলাম।

25. পাহাড়-পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম।

26. যখন পৃথিবী ও মাঠ-ময়দানকিম্বা পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি,তখন আমি ছিলাম।

27. তিনি যখন মহাকাশ স্থাপন করছিলেনতখন আমি সেখানে ছিলাম;তিনি যখন সাগরের উপরে চারদিকের সীমানা ঠিক করছিলেন,তখন আমি সেখানে ছিলাম।

28. তিনি যখন উপর দিকে আকাশ স্থাপন করছিলেনআর মাটির নীচের বড় বড় ফোয়ারা শক্তভাবে স্থাপন করছিলেন,

হিতোপদেশ 8