22. “সদাপ্রভুর কাজের শুরুতে, তাঁর সৃষ্টির কাজের আগেআমি তাঁরই ছিলাম;
23. সেই প্রথম থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে,সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে।
24. যখন কোন সাগর ছিল না,ছিল না কোন ফোয়ারা যেখান থেকে প্রচুর জল বের হয়ে আসে,তখন আমি জন্মেছিলাম।
25. পাহাড়-পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম।
26. যখন পৃথিবী ও মাঠ-ময়দানকিম্বা পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি,তখন আমি ছিলাম।