14. পরামর্শ ও উপস্থিত বুদ্ধি আমার কাছ থেকে আসে;আমি বিচারবুদ্ধি, আমি ক্ষমতা দিই।
15. রাজারা রাজত্ব করে আমার দ্বারা,আর শাসনকর্তারা তৈরী করে ন্যায়পূর্ণ আইন-কানুন;
16. আমার দ্বারা রাজপুরুষেরা আর উঁচু পদের লোকেরাশাসন-কাজ চালায়;তারা সবাই বিচারকের কাজ করে।
17. যারা আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি;যারা মনে-প্রাণে আমার খোঁজ করে তারা আমাকে পায়।
18. ধন ও সম্মান আমার কাছ থেকে আসে,আসে স্থায়ী সম্পদ ও মংগল।
19. সোনার চেয়েও, এমন কি, খাঁটি সোনার চেয়েওআমার দেওয়া ফল ভাল;আমি যা দিই তা বাছাই করা রূপার চেয়েও খাঁটি।
20. আমি ন্যায়ের পথে হাঁটি,ন্যায়বিচারের পথ ধরে চলি।
21. যারা আমাকে ভালবাসে তারা ধন-সম্পদ পায়;আমিই তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে তুলি।
22. “সদাপ্রভুর কাজের শুরুতে, তাঁর সৃষ্টির কাজের আগেআমি তাঁরই ছিলাম;
23. সেই প্রথম থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে,সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে।
24. যখন কোন সাগর ছিল না,ছিল না কোন ফোয়ারা যেখান থেকে প্রচুর জল বের হয়ে আসে,তখন আমি জন্মেছিলাম।
25. পাহাড়-পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম।
26. যখন পৃথিবী ও মাঠ-ময়দানকিম্বা পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি,তখন আমি ছিলাম।
27. তিনি যখন মহাকাশ স্থাপন করছিলেনতখন আমি সেখানে ছিলাম;তিনি যখন সাগরের উপরে চারদিকের সীমানা ঠিক করছিলেন,তখন আমি সেখানে ছিলাম।
28. তিনি যখন উপর দিকে আকাশ স্থাপন করছিলেনআর মাটির নীচের বড় বড় ফোয়ারা শক্তভাবে স্থাপন করছিলেন,
29. তিনি যখন সাগরের সীমানা স্থির করছিলেনযেন জল তাঁর নিয়মের বাইরে পার হয়ে না আসে,যখন তিনি পৃথিবীর ভিত্তি ঠিক করছিলেন,