হিতোপদেশ 7:11-17 পবিত্র বাইবেল (SBCL)

11. সে বিপথে যাওয়া স্ত্রীলোক, জোরে জোরে কথা বলে,তার পা কখনও ঘরে থাকে না;

12. কখনও রাস্তায়, কখনও বাজারে, প্রত্যেকটি মোড়ে সে ওৎ পেতে থাকে।

13. সে সেই যুবককে ধরে চুমু দিল আর বেহায়া মুখে বলল,

14. “আমার ঘরে যোগাযোগ-উৎসর্গের মাংস আছে,আজকেই আমি মানত পূরণ করেছি।

15. তাই আমি তোমার সংগে দেখা করবার জন্য বের হয়ে এসেছি;আমি তোমার খোঁজ করে তোমাকে পেয়েছি।

16. মিসর দেশের বিভিন্ন রংয়ের কাপড়ের তৈরী চাদর দিয়েআমি বিছানা ঢেকেছি;

17. গন্ধরস, অগুরু আর দারচিনি দিয়েআমার বিছানা সুগন্ধযুক্ত করেছি।

হিতোপদেশ 7