2. যা বলেছ যদি তার ফাঁদে পড়ে থাক,যদি তোমার মুখের কথায় বাঁধা পড়ে থাক,
3. তবে ছেলে আমার, তুমি যখন অন্যের হাতে ধরা পড়ে গেছ,তখন নিজেকে ছাড়িয়ে নেবার জন্য এই সব কাজ কর-তার কাছে গিয়ে নিজেকে নীচু কর,তাকে সাধাসাধি কর,
4. তোমার চোখকে ঘুমাতে দিয়ো না,চোখের পাতাকে বন্ধ হতে দিয়ো না।
5. শিকারীর হাত থেকে হরিণের মত করে,পাখী শিকারীর হাত থেকে পাখীর মত করেতুমি নিজেকে ছাড়িয়ে নাও।
6. হে অলস, তুমি পিঁপড়ার কাছে যাও,তার চলাফেরা দেখে জ্ঞান লাভ কর।
7. তাকে আদেশ দেবার কেউ নেই,তার উপরে কোন পরিচালক বা শাসনকর্তা নেই;
8. তবুও সে গরমকালে তার খাবার জমা করে রাখেআর ফসল কাটবার সময় খাবার যোগাড় করে।