17. গর্বে ভরা চোখের চাহনি,মিথ্যাবাদী জিভ্,নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত,
18. কুমতলব আঁটা অন্তর,অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা,
19. মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী,আর ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক।
20. ছেলে আমার, তুমি তোমার বাবার আদেশ পালন কর,আর মায়ের দেওয়া শিক্ষা ত্যাগ কোরো না।
21. চিরদিনের জন্য তোমার অন্তরে তা গেঁথে রাখ,তোমার গলায় তা বেঁধে রাখ।
22. চলবার সময় তা তোমাকে পথ দেখাবে,ঘুমাবার সময় তোমাকে পাহারা দেবেআর জেগে উঠলে তোমার সংগে কথা বলবে;
23. কারণ এই সব আদেশ বাতির মত, এই শিক্ষা আলোর মত,আর কঠোর বকুনি দিয়ে শাসন করাই হল জীবনের পথ।
24. এই সব তোমাকে খারাপ স্ত্রীলোকের হাত থেকে রক্ষা করবে,রক্ষা করবে বিপথে যাওয়া স্ত্রীলোকেরমিষ্টি কথার হাত থেকে।
25. তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে লোভ কোরো না,তার চোখের পাতায় তুমি নিজেকে বন্দী হতে দিয়ো না;
26. কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যেনিয়ে যাবে,আর ব্যভিচারিণী তোমার মূল্যবান প্রাণ শিকার করবে।