হিতোপদেশ 5:21-23 পবিত্র বাইবেল (SBCL)

21. মানুষের চলাফেরার উপর সদাপ্রভুই চোখ রেখেছেন;তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন।

22. দুষ্ট লোক তার মন্দ কাজের ফাঁদে পড়ে,সে নিজের পাপের দড়িতে কষে বাঁধা পড়ে।

23. শাসনের অভাবে সে মারা পড়ে;নিজের ভীষণ বোকামির দরুন সে তার পথে স্থির থাকে না।

হিতোপদেশ 5