11. জীবনের শেষ সময়ে যখন তোমার দেহ ও মাংস ধ্বংস হবেতখন তুমি কাত্রাতে থাকবে।
12. তুমি বলবে, “হায়! আমি শাসন ঘৃণা করেছি,আমার অন্তর সংশোধনের কথা তুচ্ছ করেছে।
13. আমার শিক্ষকদের কথা আমি শুনি নি,যাঁরা আমাকে শিক্ষা দিয়েছেন তাঁদের কথায় কান দিই নি।
14. সমাজের লোকদের হাতে পড়েআমি প্রায় মরেই যাচ্ছিলাম।”
15. তোমার নিজের জমা করা জল থেকেই তুমি জল খাও;তোমার নিজের কূয়ার টাটকা জল খাও।
16. তোমার নিজের ফোয়ারার জল কেন বাইরে উপ্চে পড়বে?তোমার স্রোতের জল কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়?
17. তোমার সন্তানেরা তোমার একারই থাকুক,ব্যভিচারিণীদের তাতে ভাগ না থাকুক,
18. তোমার ফোয়ারায় আশীর্বাদ থাকুক,তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
19. সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী;তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক,তুমি সব সময় তার ভালবাসায় মেতে থেকো।
20. ছেলে আমার, কেন তুমি ব্যভিচারিণীকে নিয়ে মজে থাকবে?তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে?
21. মানুষের চলাফেরার উপর সদাপ্রভুই চোখ রেখেছেন;তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন।
22. দুষ্ট লোক তার মন্দ কাজের ফাঁদে পড়ে,সে নিজের পাপের দড়িতে কষে বাঁধা পড়ে।