15. সেই পথ তুমি এড়িয়ে যাও,তার উপর দিয়ে তুমি হেঁটো না;সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;
16. কারণ মন্দ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না;কাউকে উছোট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না।
17. দুষ্টতা হল তাদের খাবার আর অত্যাচার হল তাদের মদ।
18. ঈশ্বরভক্তদের পথ ভোরের প্রথম আলোর মত,যা দুপুর না হওয়া পর্যন্তউজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে।
19. কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মত;তারা জানে না কিসে তারা উছোট খায়।
20. ছেলে আমার, আমি যা বলছি তাতে মন দাও,আমার কথায় কান দাও।
21. কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিয়ো না,তোমার অন্তরের মধ্যে তা রেখে দিয়ো।
22. যারা এই রকম করে তাদের জন্য তা হয় জীবন,তা তাদের স্বাস্থ্যবান করে।
23. সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশী করে পাহারা দিয়ে রাখ,কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে।
24. তোমার মুখ থেকে বাঁকা কথা দূর করে দাও,ঠোঁট থেকে খারাপ কথা দূরে সরিয়ে দাও।
25. তোমার চোখ যেন সোজা সামনে তাকায়,তোমার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখ।