17. তিনি শক্তির সংগে কোমর বেঁধে কাজে হাত দেনএবং খুব পরিশ্রম করেন।
18. তিনি দেখতে পান যে, তাঁর পরিশ্রম থেকে লাভ ভালই আসছে;রাতেও তাঁর বাতি জ্বলতে থাকে।
19. হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরানআর আংগুল দিয়ে সুতা কাটেন।
20. দুঃখীদের জন্য তাঁর হাত খোলা;তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন।
21. বরফ পড়লেও পরিবারের জন্য তাঁর কোন ভয় নেই,কারণ তারা সকলেই দামী লাল কাপড় পরে।
22. বিছানার জন্য তিনি চাদর তৈরী করেন;তিনি নিজেও মসীনার কাপড় ও দামী বেগুনে কাপড় পরেন।
23. তাঁর স্বামী শহরের ফটকে সম্মান লাভ করেন;তিনি সেখানে দেশের বৃদ্ধ নেতাদের সংগে বসেন।