13. তিনি ভেড়ার লোম ও মসীনা বেছে নিয়েখুশী মনে নিজের হাতে কাজ করেন।
14. তিনি বাণিজ্যের জাহাজের মতদূর থেকে তাঁর খাবার জিনিস আনিয়ে নেন।
15. অন্ধকার থাকতেই তিনি ওঠেন;তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেনআর চাকরাণী মেয়েদের খাবার ভাগ করে দেন।
16. কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেনআর তারপর তা কিনেন;তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।
17. তিনি শক্তির সংগে কোমর বেঁধে কাজে হাত দেনএবং খুব পরিশ্রম করেন।
18. তিনি দেখতে পান যে, তাঁর পরিশ্রম থেকে লাভ ভালই আসছে;রাতেও তাঁর বাতি জ্বলতে থাকে।
19. হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরানআর আংগুল দিয়ে সুতা কাটেন।
20. দুঃখীদের জন্য তাঁর হাত খোলা;তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন।
21. বরফ পড়লেও পরিবারের জন্য তাঁর কোন ভয় নেই,কারণ তারা সকলেই দামী লাল কাপড় পরে।