10. ভাল ও গুণবতী স্ত্রী কে পেতে পারে?প্রবাল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশী।
11. তাঁর উপর তাঁর স্বামী পরিপূর্ণভাবে নির্ভর করেন;তাঁর স্বামীর সব দিক থেকে লাভ হয়।
12. তাঁর জীবনের সমস্ত সময়েই তিনি স্বামীর ভাল করেন,ক্ষতি করেন না।
13. তিনি ভেড়ার লোম ও মসীনা বেছে নিয়েখুশী মনে নিজের হাতে কাজ করেন।
14. তিনি বাণিজ্যের জাহাজের মতদূর থেকে তাঁর খাবার জিনিস আনিয়ে নেন।
15. অন্ধকার থাকতেই তিনি ওঠেন;তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেনআর চাকরাণী মেয়েদের খাবার ভাগ করে দেন।
16. কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেনআর তারপর তা কিনেন;তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।