হিতোপদেশ 3:3-8 পবিত্র বাইবেল (SBCL)

3. বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়;তোমার গলায় সেগুলো বেঁধে রাখ,তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ।

4. তা করলে ঈশ্বর ও মানুষের সামনেতুমি দয়া ও সুনাম লাভ করবে।

5. তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর;তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।

6. তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ;তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন।

7. তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না;সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, মন্দ থেকে দূরে যাও।

8. তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে।

হিতোপদেশ 3