হিতোপদেশ 3:11-16 পবিত্র বাইবেল (SBCL)

11. ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না,তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;

12. কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন,ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালবাসেন তাকেই বকুনি দেন।

13. ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে,

14. কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়,সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়;

15. প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী,তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।

16. তার ডান হাতে আছে অনেক আয়ু,বাঁ হাতে আছে ধন আর সম্মান।

হিতোপদেশ 3