হিতোপদেশ 3:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন কর;

2. কারণ তাতে তুমি অনেক আয়ু পাবেআর তোমার অনেক মংগল হবে।

3. বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়;তোমার গলায় সেগুলো বেঁধে রাখ,তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ।

4. তা করলে ঈশ্বর ও মানুষের সামনেতুমি দয়া ও সুনাম লাভ করবে।

হিতোপদেশ 3