17. তোমার ছেলেকে শাসন কর,তাতে সে তোমাকে শান্তিতে রাখবেআর তোমার প্রাণে আনন্দ দেবে।
18. যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর সত্য প্রকাশ করেন নাসেখানকার লোকেরা উচ্ছঙ্খল হয়;কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন-কানুন মেনে চলে।
19. কেবল কথার দ্বারা দাসকে সংশোধন করা যায় না;সে বুঝলেও তা মানবে না।
20. তুমি কি এমন লোককে দেখেছযে তাড়াতাড়ি করে কথা বলতে যায়?তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
21. ছেলেবেলা থেকে যদি কোন দাসকে আশ্কারা দেওয়া হয়,শেষে তাকে দমন করা যায় না।
22. রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,আর বদমেজাজী লোক অনেক পাপ করে।