12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।
13. গরীব ও অত্যাচারী একটা ব্যাপারে সমান-সদাপ্রভু তাদের দু’জনকেই জীবন দিয়েছেন।
14. যে রাজা সততার সংগে গরীবদের বিচার করেনতাঁর সিংহাসন সব সময় স্থির থাকে।
15. সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে,কিন্তু যে ছেলেকে শাসন করা হয় নাসে তার মাকে লজ্জা দেয়।
16. দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে পাপের বৃদ্ধি হয়,কিন্তু ঈশ্বরভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়।
17. তোমার ছেলেকে শাসন কর,তাতে সে তোমাকে শান্তিতে রাখবেআর তোমার প্রাণে আনন্দ দেবে।
18. যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর সত্য প্রকাশ করেন নাসেখানকার লোকেরা উচ্ছঙ্খল হয়;কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন-কানুন মেনে চলে।
19. কেবল কথার দ্বারা দাসকে সংশোধন করা যায় না;সে বুঝলেও তা মানবে না।
20. তুমি কি এমন লোককে দেখেছযে তাড়াতাড়ি করে কথা বলতে যায়?তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।