11. বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে,কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।
12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।
13. গরীব ও অত্যাচারী একটা ব্যাপারে সমান-সদাপ্রভু তাদের দু’জনকেই জীবন দিয়েছেন।
14. যে রাজা সততার সংগে গরীবদের বিচার করেনতাঁর সিংহাসন সব সময় স্থির থাকে।
15. সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে,কিন্তু যে ছেলেকে শাসন করা হয় নাসে তার মাকে লজ্জা দেয়।