হিতোপদেশ 29:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. অনেক বার সংশোধনের কথা শুনেও যে লোকঘাড় শক্ত করে রাখেসে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে;সে আর উঠতে পারবে না।

2. ঈশ্বরভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে,কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাত্‌রায়।

3. যে লোক জ্ঞান ভালবাসে সে তার বাবাকে আনন্দ দেয়,কিন্তু যে বেশ্যাদের সংগে থাকে সে তার ধন নষ্ট করে।

4. ন্যায়বিচারের দ্বারা রাজা দেশকে স্থির রাখেন,কিন্তু যে ঘুষ খেতে ভালবাসে সে দেশকে ধ্বংস করে ফেলে।

5. যে লোক প্রতিবেশীকে খোসামোদ করেসে নিজের পায়ের নীচে জাল পাতে।

হিতোপদেশ 29