হিতোপদেশ 27:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. শত্রু অনেক চুম্বন করতে পারে,কিন্তু বন্ধুর দেওয়া আঘাতে বিশ্বস্ততা আছে।

7. যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে,কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।

8. বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখী যেমন,ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন।

9. সুগন্ধি তেল আর ধূপ মনকে আনন্দ দেয়;ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশবন্ধুর কাছে মিষ্টি লাগে।

হিতোপদেশ 27