19. জলের মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়,তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বোঝা যায়।
20. মৃতস্থান ও নরকের যেমন কখনও তৃপ্তি হয় না,তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না।
21. রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র,আর সোনার জন্য আছে চুলা,কিন্তু মানুষ যে প্রশংসা পায় তা দিয়েই তাকে যাচাই করা হয়।