হিতোপদেশ 27:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়,কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকেআর তার দরুন শাস্তি পায়।

13. যে লোক বিদেশী লোকের জামিন হয় তার পোশাক নিয়ে নাও;যে লোক অন্য কোন দেশের লোকের জামিন হয়তাকেই জামানতের জিনিস হিসাবে রেখো।

14. যে লোক ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে আশীর্বাদ করেতা অভিশাপ বলেই ধরে নিতে হবে।

15. ঝগড়াটে স্ত্রী আর বৃষ্টির দিনে অনবরত টপ্‌ টপ্‌ করে বৃষ্টি পড়া-দু’টাই সমান।

16. বাতাস যেমন লুকানো যায় না,আর ডান হাত দিয়ে লাগানো সুগন্ধি তেলের গন্ধযেমন লুকানো যায় না,তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না।

হিতোপদেশ 27