1. আগামী কালের বিষয় নিয়ে বড়াই কোরো না,কারণ কোন্ দিন কি হবে তা তুমি জান না।
2. অন্য লোকে তোমার প্রশংসা করুক,তোমার নিজের মুখ না করুক;হ্যাঁ, অন্য লোকে তা করুক।
3. পাথর ভারী আর বালিও ভারী,কিন্তু অসাড়-বিবেক লোককে রাগিয়ে তুললেসে ঐ দু’টার চেয়েও ভারী হয়।
4. রাগ নিষ্ঠুর আর ভীষণ অসন্তোষ বন্যার মত,কিন্তু হিংসার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না।