হিতোপদেশ 27:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. আগামী কালের বিষয় নিয়ে বড়াই কোরো না,কারণ কোন্‌ দিন কি হবে তা তুমি জান না।

2. অন্য লোকে তোমার প্রশংসা করুক,তোমার নিজের মুখ না করুক;হ্যাঁ, অন্য লোকে তা করুক।

3. পাথর ভারী আর বালিও ভারী,কিন্তু অসাড়-বিবেক লোককে রাগিয়ে তুললেসে ঐ দু’টার চেয়েও ভারী হয়।

হিতোপদেশ 27