হিতোপদেশ 26:25-27 পবিত্র বাইবেল (SBCL)

25. তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না,কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।

26. তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকেতবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।

27. যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে;যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।

হিতোপদেশ 26