হিতোপদেশ 26:19-21 পবিত্র বাইবেল (SBCL)

19. তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করেআর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”

20. আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়;নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।

21. জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলেআর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়,তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্যঝগড়াটে লোক।

হিতোপদেশ 26