হিতোপদেশ 26:17-26 পবিত্র বাইবেল (SBCL)

17. পথে যেতে যেতে যে লোকঅন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়,সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।

18. যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়েযার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,

19. তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করেআর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”

20. আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়;নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।

21. জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলেআর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়,তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্যঝগড়াটে লোক।

22. নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত;মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।

23. মাটির পাত্রের উপরে যেমন খাদ মিশানো রূপার প্রলেপ,যার অন্তর মন্দ তার ভালবাসার কথাও তেমনি।

24. ঘৃণাকারী মুখ দিয়ে ভান করে,কিন্তু অন্তরে পোষে ছলনা।

25. তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না,কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।

26. তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকেতবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।

হিতোপদেশ 26