13. অলস বলে, “পথে সিংহ আছে;ভয়ংকর একটা সিংহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।”
14. কব্জায় যেমন দরজা ঘোরেতেমনি অলস তার বিছানাতে ঘোরে।
15. অলস থালায় হাত ডুবায়,হাতটা মুখে তুলতেও তার আলসেমি লাগে।
16. যারা চিন্তা-ভাবনা করে উত্তর দেয় তেমন সাতজন লোকের চেয়েঅলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
17. পথে যেতে যেতে যে লোকঅন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়,সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।