হিতোপদেশ 25:16-20 পবিত্র বাইবেল (SBCL)

16. তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো,বেশী খেলে বমি করবে।

17. প্রতিবেশীর ঘরে কম যেয়ো,বেশী গেলে সে তোমাকে অপছন্দ করবে।

18. যে লোক প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়সে গদা, তলোয়ার ও ধারালো তীরের মত।

19. বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করাখারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।

20. যার মন খারাপ তার কাছে যে গান করেসে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলেকিম্বা সোডার উপরে সির্কা দেয়।

হিতোপদেশ 25