হিতোপদেশ 23:6-12 পবিত্র বাইবেল (SBCL)

6. লোভী লোকের খাবার খেয়ো না;তার দামী দামী খাবার খেতে চেয়ো না;

7. কারণ সে এমন লোক যে সব সময়তার খাবারের দামের কথা ভাবে।সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,”কিন্তু সে মনে-মুখে এক নয়।

8. যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে,আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে।

9. বিবেচনাহীন লোকের কাছে কথা বোলো না;তোমার কথার মধ্যে যে জ্ঞান রয়েছে তা সে তুচ্ছ করবে।

10. সীমানার পুরানো চিহ্ন-পাথর তুমি সরিয়ে দিয়ো নাকিম্বা অনাথদের জমি দখল কোরো না,

11. কারণ তাদের মুক্তিদাতা শক্তিশালী;তিনি তোমার বিরুদ্ধে মামলায় আত্মীয় হিসাবেতাদের পক্ষ নেবেন।

12. তুমি শিক্ষার দিকে মন দাও,আর জ্ঞানের কথায় কান দাও।

হিতোপদেশ 23