হিতোপদেশ 23:30-34 পবিত্র বাইবেল (SBCL)

30. যারা অনেকক্ষণ ধরে মদ খায় তাদেরই এই রকম হয়;তারা মিশানো মদ খেয়ে দেখবার জন্য তার খোঁজে যায়।

31. মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের,যদিও তা পেয়ালায় চক্‌মক্‌ করে,যদিও তা সহজে গলায় নেমে যায়;

32. শেষে তা সাপের মত কামড়ায়,আর বিষাক্ত সাপের মত কামড় দেয়।

33. তোমার চোখ তখন অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখবেআর মন এলোমেলো কথা চিন্তা করবে।

34. তুমি হবে মহাসমুদ্রে ঘুমিয়ে থাকা লোকের মত,কিম্বা মাস্তুলের উপরে শুয়ে থাকা লোকের মত।

হিতোপদেশ 23