হিতোপদেশ 23:24-29 পবিত্র বাইবেল (SBCL)

24. ঈশ্বরভক্ত লোকের বাবা মহা আনন্দ লাভ করেন;জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন।

25. তোমার মা-বাবা যেন সুখী হন;যিনি তোমাকে প্রসব করেছেন তিনি যেন আনন্দিতা হন।

26. ছেলে আমার, আমার শিক্ষায় মনোযোগ দাও;আমার জীবন দেখে যেন তুমি খুশী হও।

27. দেখ, বেশ্যা গভীর গর্তের মত,আর বিপথে যাওয়া স্ত্রীলোক যেন সরু গর্ত।

28. ঐ রকম স্ত্রীলোক ডাকাতের মত ওৎ পেতে থাকে,আর মানুষের মধ্যে অবিশ্বস্ত লোকদের সংখ্যা বাড়ায়।

29. কে হায় হায় করে? কে বিলাপ করে?কে ঝগড়া করে? কে বকবক করে?কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়?

হিতোপদেশ 23