17. তোমার অন্তর পাপীদের হিংসা না করুক,বরং সব সময় সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়েতুমি চলাফেরা কর।
18. তাহলে তোমার ভবিষ্যতের আশা আছে,আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।
19. ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও,তোমার অন্তর ঠিক পথে চালাও।
20. যারা বেশী পরিমাণে আংগুর-রস খায়কিম্বা যারা পেটুক ও বেশী মাংস খায়,তুমি তাদের সংগে যোগ দিয়ো না;
21. কারণ মাতাল ও পেটুকেরা গরীব হয়ে যায়,আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।
22. তোমার বাবার কথা শোনযিনি তোমাকে জন্ম দিয়েছেন;তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না।
23. যে কোন মূল্যেই হোক না কেন সত্য, জ্ঞান, শিক্ষাএবং বিচারবুদ্ধি লাভ কর;কোন কিছুর বদলে তা অন্যকে দিয়ো না।