13. ছেলে বা মেয়েকে শাসন করতে অবহেলা কোরো না;তাকে লাঠি দিয়ে মারলে সে মরবে না।
14. তাকে অবশ্যই তুমি লাঠি দিয়ে মেরে শাস্তি দেবে,তাতে মৃতস্থান থেকে তাকে রক্ষা করবে।
15. ছেলে আমার, তোমার অন্তর যদি জ্ঞানপূর্ণ হয়তবে আমার অন্তর সুখী হবে, হ্যাঁ, আমি সুখী হব।
16. যখন তোমার মুখ ঠিক কথা বলবেতখন আমার অন্তর আনন্দিত হবে।
17. তোমার অন্তর পাপীদের হিংসা না করুক,বরং সব সময় সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়েতুমি চলাফেরা কর।
18. তাহলে তোমার ভবিষ্যতের আশা আছে,আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।
19. ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও,তোমার অন্তর ঠিক পথে চালাও।