1. তুমি যখন শাসনকর্তার সংগে খেতে বসবে,তখন তোমার সামনে কি আছে তা ভাল করে খেয়াল করবে।
2. যদি তুমি পেটুক হও তবে সাবধান!তুমি নিজেকে দমনে রেখে খেয়ো।
3. তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না,কারণ সেই খাবার দেবার পিছনে থাকেশাসনকর্তার কোন উদ্দেশ্য।
4. ধন লাভের জন্য ব্যস্ত হোয়ো না;এই ব্যাপারে তোমার বুদ্ধির উপর নির্ভর কোরো না।