2. মানুষের সব পথই তার নিজের কাছে ঠিক মনে হয়,কিন্তু সদাপ্রভু তার অন্তর ওজন করে দেখেন।
3. সদাপ্রভুর কাছে পশু-উৎসর্গের চেয়েঠিক ও ন্যায় কাজ করা আরও গ্রহণযোগ্য।
4. দুষ্টদের চোখের চাহনি গর্বে ভরা এবং অন্তর অহংকারে পূর্ণ;তাদের জীবন-বাতি পাপে ভরা।
5. পরিশ্রমীর পরিকল্পনার ফলে নিশ্চয়ই প্রচুর ধনলাভ হয়,কিন্তু যে লোক পরিকল্পনা না করেতাড়াহুড়া করে কাজ করতে যায় তার নিশ্চয়ই অভাব হয়।
6. মিথ্যাবাদী মুখ দিয়ে যারা ধন লাভ করে তারা মৃত্যুর খোঁজ করে;তাদের জন্য সেই ধনলাভ যেন মৃত্যুর আগেএকটুখানি সুখের নিঃশ্বাস।
7. দুষ্টদের ভীষণ অত্যাচার তাদেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়,কারণ তারা ন্যায়ভাবে চলতে অস্বীকার করে।
8. দোষী লোকের জীবন-পথ আঁকাবাকা,কিন্তু খাঁটি লোক সৎভাবে কাজ করে।
9. ঝগড়াটে স্ত্রীর সংগে বাস করবার চেয়েবরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।
10. দুষ্ট লোক ক্ষতি করতে চায়;তার প্রতিবেশী তার কাছ থেকে কোন দয়া পায় না।
11. ঠাট্টা-বিদ্রূপ কারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে;জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।