13. যে লোক গরীবদের কান্নায় কান বন্ধ করে রাখে,সে যখন নিজে কাঁদবে তখন কেউ তাতে কান দেবে না।
14. গোপনে দেওয়া দান রাগ শান্ত করে,আর লুকিয়ে রাখা ঘুষ বের করে দিলে ভয়ংকর রাগ শান্ত হয়।
15. ন্যায়বিচার ঈশ্বরভক্ত লোকদের কাছে আনন্দ,কিন্তু অন্যায়কারীদের কাছে তা সর্বনাশ।
16. যে লোক বুদ্ধির পথ ছেড়ে অন্য দিকে যায়সে মৃতদের সংগে থাকবে।
17. যে লোক আমোদ-প্রমোদ ভালবাসে সে গরীব হবে;যে লোক আংগুর-রস ও সুগন্ধি তেল ভালবাসেসে কখনও ধনী হতে পারবে না।
18. শেষে নির্দোষ লোকদের বদলে দুষ্টেরাআর সৎ লোকদের বদলে অবিশ্বস্তেরা কষ্ট পাবে।
19. ঝগড়াটে আর খুঁতখুঁতে স্বভাবের স্ত্রীর সংগে বাস করবার চেয়েমরুভূমিতে গিয়ে বাস করা ভাল।
20. বুদ্ধিমানের ঘরে মূল্যবান ধন ও সুগন্ধি তেল জমা থাকে,কিন্তু তা যদি বিবেচনাহীন লোকের ঘরে থাকেতবে সে সবই শেষ করে ফেলে।
21. যে লোক আগ্রহের সংগে সততা ও বিশ্বস্ততার পথে চলেসে জীবন, আশীর্বাদ ও সম্মান লাভ করে।
22. জ্ঞানী লোক শক্তিশালীদের শহর আক্রমণ করেআর যে দুর্গের উপর তারা নির্ভর করত তা ধ্বংস করে ফেলে।
23. যে তার মুখ ও জিভ্ সাবধানে রাখেসে বিপদ থেকে নিজেকে রক্ষা করে।
24. গর্বিত ও অহংকারী লোকের নাম হল “ঠাট্টা-বিদ্রূপ কারী”;সে অতিরিক্ত গর্বের সংগে কাজ করে।