হিতোপদেশ 20:4-8 পবিত্র বাইবেল (SBCL)

4. অলস শীতকালে চাষ করে না,সেইজন্য ফসল কাটবার সময় সে চাইলেও কিছু পাবে না।

5. মানুষের অন্তরের উদ্দেশ্য যেন মাটির নীচে থাকা জল,কিন্তু বুদ্ধিমান লোক তা তুলে আনে।

6. অনেক লোক নিজেদের বিশ্বস্ত বলে দাবি করে,কিন্তু বিশ্বাসযোগ্য লোক কে খুঁজে পায়?

7. ঈশ্বরভক্ত লোক সততায় চলাফেরা করেন;ধন্য তাঁর বংশধরেরা!

8. রাজা যখন বিচার করতে সিংহাসনে বসেনতখন চোখের চাহনি দিয়ে তিনি সমস্ত দুষ্টতাকে দূর করে দেন।

হিতোপদেশ 20