16. যে লোক বিদেশী লোকের জামিন হয় তার পোশাক নিয়ে যাও;যে লোক অন্য কোন দেশের লোকের জামিন হয়তাকেই জামানতের জিনিস হিসাবে রেখো।
17. ঠকিয়ে পাওয়া খাবার মানুষের কাছে মিষ্টি লাগে,কিন্তু শেষে তার মুখ কাঁকরে ভরে যায়।
18. পরামর্শ নিয়ে পরিকল্পনা কোরো;উপযুক্ত পরামর্শ না নিয়ে তুমি যুদ্ধ ঘোষণা কোরো না।