14. খদ্দের বলে, “ওটা ভাল নয়, ভাল নয়।”তারপর সে কিনে নিয়ে চলে যায়আর তার কেনা জিনিস নিয়ে গর্ব করে।
15. সোনা আছে, প্রবাল পাথরও প্রচুর আছে,কিন্তু যে মুখ জ্ঞানের কথা বলে তার মূল্য অনেক বেশী।
16. যে লোক বিদেশী লোকের জামিন হয় তার পোশাক নিয়ে যাও;যে লোক অন্য কোন দেশের লোকের জামিন হয়তাকেই জামানতের জিনিস হিসাবে রেখো।
17. ঠকিয়ে পাওয়া খাবার মানুষের কাছে মিষ্টি লাগে,কিন্তু শেষে তার মুখ কাঁকরে ভরে যায়।
18. পরামর্শ নিয়ে পরিকল্পনা কোরো;উপযুক্ত পরামর্শ না নিয়ে তুমি যুদ্ধ ঘোষণা কোরো না।
19. যে নিন্দা করে বেড়ায় সে গুপ্ত কথা প্রকাশ করে দেয়;কাজেই যে বেশী কথা বলে তার সংগে মেলামেশা কোরো না।
20. যার কথায় বাবা কিম্বা মায়ের প্রতি অশ্রদ্ধা থাকে,ভীষণ অন্ধকারে তার জীবন-বাতি নিভে যাবে।
21. বাবার সম্পত্তির অধিকার যদি তাড়াতাড়ি পাওয়া যায়তবে শেষে তাতে আশীর্বাদ পাওয়া যাবে না।
22. তুমি বোলো না, “এই অন্যায়ের প্রতিশোধ নেব।”সদাপ্রভুর জন্য অপেক্ষা কর, তিনি সেই বিপদ থেকেতোমাকে রক্ষা করবেন।
23. সদাপ্রভু বেঠিক বাটখারা ঘৃণা করেন;ঠকামির দাঁড়িপাল্লা ভাল নয়।
24. বীরপুরুষের চলবার পথ যদি সদাপ্রভুই ঠিক করে দেন,তাহলে সাধারণ মানুষ তার নিজের পথকেমন করে বুঝতে পারবে?