8. যেন তিনি ন্যায়বিচার বজায় রাখতে পারেন,আর তাঁর ভক্তদের পথ রক্ষা করতে পারেন।
9. যদি তুমি আমার কথা শোন,তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎআর বুঝতে পারবে মংগলের সমস্ত পথ;
10. কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে,আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে।
11. তোমার ভাল-মন্দ বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে,আর বিচারবুদ্ধি তোমাকে পাহারা দেবে।
12. এতে দুষ্ট লোকদের পথ থেকে জ্ঞানই তোমাকে রক্ষা করবে;রক্ষা করবে তাদের থেকে-যারা মিথ্যা কথা বলে,
13. যারা অন্ধকার পথে চলবার জন্য সোজা পথ ত্যাগ করে,
14. যারা মন্দ কাজে আনন্দ পায়,মন্দতার কুটিল পথেই যাদের আনন্দ,
15. আর যারা বাঁকা পথে ও বিপথে চলে।
16. জ্ঞানই তোমাকে রক্ষা করবে ব্যভিচারিণীর হাত থেকে,মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।
17. সে তার যৌবনকালের স্বামীকে ছেড়ে দিয়েছেআর তার ঈশ্বরের স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছে।
18. তুমি তার ঘরে ঢুকলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে,তার সংগে যোগ দিলে মৃতদের কাছে পৌঁছাবে।
19. যারা তার কাছে যায় তাদের কেউ আর ফিরে আসে না,তারা বাঁচবার পথ পায় না।
20. জ্ঞানই তোমাকে ঐ সব থেকে রক্ষা করবেযাতে তুমি ভাল লোকদের পথে,ঈশ্বরভক্তদের পথে চলতে পার।
21. সৎ লোকেরাই দেশে বাস করতে পারবে,নির্দোষ লোকেরাই তার মধ্যে টিকে থাকবে;
22. কিন্তু দেশ থেকে দুষ্টদের ছেঁটে ফেলা হবেআর অবিশ্বস্তদের উপ্ড়ে ফেলা হবে।